*মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্যোগে ‘মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা’র সূচনা*
নিজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : আগরতলা: ১৫ মার্চ রাজ্যের কলেজগামী মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আজ রবীন্দ্র শতবর্ষী ভবনে ‘মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা’র আনুষ্ঠানিক সূচনা করেন। এই প্রকল্পের আওতায় ছাত্রীরা স্কুটি পাবে, যা তাদের শিক্ষা ও দৈনন্দিন জীবনে আরও স্বাধীনতা এনে দেবে।প্রকল্পের প্রথম পর্যায়ে, নির্বাচিত ১৫ জন সরকারি কলেজের ছাত্রীকে মুখ্যমন্ত্রীর হাত থেকে স্কুটির প্রতীকী চাবি, কাগজপত্র এবং হেলমেট প্রদান করা হয়। যদিও পূর্বঘোষিত হিসাবে ১৪০ জন ছাত্রীর স্কুটি পাওয়ার কথা ছিল, তবে আপাতত এই সংখ্যা সীমিত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পর্যায়ক্রমে আরও ছাত্রী এই সুবিধা পাবেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটি শুধু সূচনা, ভবিষ্যতে রাজ্যের সমস্ত কলেজ ছাত্রীকে এই প্রকল্পের আওতায় আনা হবে। নারী ক্ষমতায়নের লক্ষ্যে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই প্রকল্পও তারই একটি অংশ।”তিনি আরও জানান যে নারী সুরক্ষা নিশ্চিত করতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং রাজ্যের প্রতিটি মেয়ের নিরাপত্তা ও উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।রাজ্যের ছাত্রী ও অভিভাবকদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া দেখা গেছে। তবে প্রকল্প বাস্তবায়নের গতি ও সুবিধাভোগীদের সংখ্যা নিয়ে কিছু প্রশ্নও উঠছে। আগামী দিনে এই প্রকল্প কীভাবে বিস্তৃত হয়, তা দেখার বিষয়।
Post Comment