×

*পশ্চিম ত্রিপুরায় দোল উৎসব উপলক্ষে প্রশাসনের বিশেষ নিষেধাজ্ঞা জারি*

*পশ্চিম ত্রিপুরায় দোল উৎসব উপলক্ষে প্রশাসনের বিশেষ নিষেধাজ্ঞা জারি*

আগরতলা, ১৩ মার্চ ২০২৫: দোল/হোলি উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNS) ২০২৩-এর ১৬৩(২) ধারার আওতায় বিশেষ বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞা ১৪ মার্চ ও ১৫ মার্চ ২০২৫, সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।জেলাশাসকের আদেশ অনুযায়ী, উৎসব চলাকালীন কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর থাকবে:অস্ত্র বহন নিষিদ্ধ: পুলিশ ও সরকারি কাজে নিযুক্ত কর্মচারী ব্যতীত কেউ আগ্নেয়াস্ত্র বা লাঠি জাতীয় কোনো অস্ত্র বহন করতে পারবেন না।সমাবেশে নিয়ন্ত্রণ: পাঁচজনের বেশি ব্যক্তি একত্রিত হতে পারবেন না।বাইক চলাচলে বিধিনিষেধ: দুইজন আরোহী নিয়ে বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।আইন অমান্যের শাস্তি: কেউ যদি এই বিধিনিষেধ লঙ্ঘন করেন, তবে তার বিরুদ্ধে BNS ২০২৩-এর ২২৩ ধারা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য দোল উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন করা। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এবং অন্যান্য প্রশাসনিক সংস্থাগুলি সতর্ক অবস্থানে থাকবে। সাধারণ জনগণকে এসব বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে উৎসব আনন্দমুখর ও নিরাপদ হয়।

Post Comment

You May Have Missed