×

আগামী ৯ মার্চ ত্রিপুরায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা

আগামী ৯ মার্চ ত্রিপুরায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা

**নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৫ মার্চ ত্রিপুরায় বিজেপি সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে ৯ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে বিশাল জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা। প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য। তিনি বলেন, গত দুইবছরে রাজ্যে বিজেপি সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে তা জনসম্মুখে তুলে ধরা হবে। আগামী ৯ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষ্যে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলাস্তরে, বুথস্তরে এবং মন্ডলস্তরে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজেরখতিয়ান জনসম্মুখে তুলে ধরা হবে। ওই আস্তাবল ময়দানের ওই জনসমাবেশে উপস্থিত থাকবেন সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা, মন্ত্রী সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। এদিন তিনি আপামর জনগণকে সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিন তিনি আরো বলেন, ওই জনসভার প্রচার প্রসারকে সুদৃঢ় করতে বিজেপির বিভিন্ন মহিলা মোর্চা, যুব মোর্চা এবং বিভিন্ন শাখার দলীয় কর্মী ও নেতৃত্বরা আলাদা আলাদা সাংগঠনিক বৈঠক করবে। তাছাড়া, ওই জনসমাবেশকে সাফল্যমন্ডিত করতে মন্ত্রী রতন লাল নাথের নেতৃত্ব একটি টিম গঠন করা হয়েছে।

Post Comment

You May Have Missed