×

*অবৈধ উপায়ে গরু নিয়ে যাবার পথে দুইটি গরুর গাড়ী আটক করলো শান্তির বাজার থানার পুলিশ!*

*অবৈধ উপায়ে গরু নিয়ে যাবার পথে দুইটি গরুর গাড়ী আটক করলো শান্তির বাজার থানার পুলিশ!*

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১ মার্চ শান্তির বাজার শহর দিয়ে প্রতিনিয়ত অসাধু ব্যাবসায়ীরা গরু পাচার করার জন্য নিয়ে যায়। এই খবর পাওয়ার পর গরুর গাড়ী আটক করতে মাঠে নামে শান্তির বাজার থানার পুলিশ। প্রতিদিনের ন্যায় যানবাহন চেকিং করার সময় দেখা যায় দুইটি গরু বোঝাই গাড়ী দ্রুত গতিতে চলে যায়। পুলিশ গাড়ী দুইটিকে আটক করতে গাড়ী দুইটির পিছনে ছুটে যায়।পরবর্তী সময় শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের প্রচেষ্টায় দুইটি গাড়ীকে আটক করতে সক্ষম হয় শান্তির বাজার থানার পুলিশ। গরু বোঝাই গাড়ী আটকের তথ্য দিতে গিয়ে শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা জানান টি আর ০৩ এল ১৫১৮ নাম্বারের মালবাহী ট্রাক ও টি আর ০৩ এল ১৫৯৮ নাম্বারের মালবাহী ট্রাক থেকে মোট ২২ টি গরু আটক করা হয়। পুলিশ এই ব্যাপারে হাতে একটি মামলা নেয় এবং এই গরু গুলো কিসের উদ্দ্যেশ্যে এই ভাবে নিয়ে যাওয়া হচ্ছে তার তদন্তে নেমেছেন।শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকার দুই গরু পাচারকারী প্রতিনিয়ত এইভাবে গরু পাচার করার জন্য নিয়ে যায় বলে অভিযোগ । এই গরু গুলো পাচারকাজে উনাদের হাত রয়েছে বলে অভিযোগ উঠে আসছে শান্তির বাজার মহকুমাবাসীর পক্ষ থেকে। গোরক্ষায় এইধরনের পাচার কাজ বন্ধ করতে সকলকে সচেতন হতে হবে। মহকুমাবাসী এইভাবে সচেতন হলে গরু পাচার কাজ বন্ধকরা সম্ভব হবে। শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা জানান উনাদের এই ধরনের অভিযান প্রতিনিয়ত জারী থাকবে।ওসির এই ধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।

Post Comment

You May Have Missed