পুণের বাসে ডেকে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’*
*নিজস্ব প্রতিনিধি : পুণে : প্রিয়াংকা বনিক : ২৭ ফেব্রুয়ারি1/5 বাসটি দাঁড়িয়েছিল ভিড় ঠাসা বাস স্টপে। যার থেকে ১০০ কিলোমিটার দূরেই রয়েছে পুলিশ স্টেশন। আর সেই বাসের অন্দরেই ধর্ষণ ঘটে। ঘটনা পুনের।পুণের স্বর্গগেট ডিপোতে শিবশাহী বাসে ২৬ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠলপুণেতে বাসের মধ্যে ধর্ষণের অভিযোগ, শুরু হল বিক্ষোভ, প্রতিবাদ জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্য পুলিশের ডিজিপির কাছে এই মামলার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।কমিশন পুলিশকে তিন দিনের মধ্যে এফআইআরের অনুলিপি সহ একটি অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলেছে। এতে ‘সুষ্ঠু ও সময়ের মধ্য়ে তদন্তের’ আহ্বান জানানো হয় এবং ডিজিপিকে ভুক্তভোগীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।শিবসেনা কর্মীরা স্বরগেট স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করে, যার সময় একটি সুরক্ষা অফিস ভাঙচুর করা হয়। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল শোরগোল পড়ে যায়। সব মিলিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এনসিপি (এসপি) নেতা তথা বারামতির সাংসদ সুপ্রিয়া সুলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের হাতে থাকা স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে অপরাধ দমনে ব্যর্থতার অভিযোগ তুলেছেন।নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তরা তাঁর কাছে এসে তাঁকে ‘সঠিক’ বাসে তুলে দেওয়ার প্রস্তাব দেয়। তিনি একটি কম আলো থাকা বাসে উঠতে দ্বিধা বোধ করেছিলেন, তবে তিনি তাকে বোঝান যে এটি ‘সঠিক’ গাড়ি। তাঁকে ‘দিদি’ বলে সম্বোধন করে তাঁর আস্থা অর্জন করেন তিনি।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাড়ে (৩৬) নামে এক ব্যক্তি পলাতক।পলাতক অভিযুক্তের সন্ধানে একাধিক দল গঠন করা হয়েছে, যার বিরুদ্ধে চুরি ও চেইন ছিনতাইয়ের মামলাও রয়েছে।এমএসআরটিসি আধিকারিকদের মতে, তিনি স্পষ্টতই মহিলাকে বলেছিলেন যে তিনি ফলতানের বাসের কন্ডাক্টর ছিলেন এবং তাই তিনি তার দাবিকে বিশ্বাস করেছিলেন এবং তার সাথে গিয়েছিলেন।পুলিশ এমএসআরটিসি কর্মকর্তার দাবির সত্যতা নিশ্চিত করেনি। ডেপুটি পুলিশ কমিশনার স্মার্টানা পাতিল জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্তের সঙ্গে বাসের দিকে হেঁটে যাচ্ছেন ওই মহিলা।নির্যাতিতা তৎক্ষণাৎ পুলিশের কাছে না গিয়ে অন্য একটি বাসে নিজের শহরে পৌঁছান। বন্ধুর পীড়াপীড়িতে তিনি শহরের সীমানার মধ্যে নেমে নিকটবর্তী থানায় যান।পরিবহণমন্ত্রী প্রতাপ সারনায়েক বাস টার্মিনাসের ২৩ জন বেসরকারি নিরাপত্তারক্ষীকে বদলের নির্দেশ দিয়েছেন। তিনি এমএসআরটিসির ব্যবস্থাপনা পরিচালক বিবেক ভিমানওয়ারকে তদন্ত করে সাত দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
Post Comment