
**নিজস্ব প্রতিনিধি : ভারত : প্রিয়াংকা বনিক : ১৬ ফেব্রুয়ারি মহাকুম্ভের পথে বিপর্যয়। রবিবারও দিল্লি স্টেশনে থিকথিকে ভিড়। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮। পদপিষ্ট হয়ে ১০ মহিলা, ৩ শিশু-সহ ১৮ জনের মৃত্যু। ২টি ট্রেন দেরিতে আসায় উপচে পড়া ভিড়, হুড়োহুড়ি। প্রয়াগরাজের (Prayagraj) ট্রেন ধরতে ১২, ১৩, ১৪ ও ১৬ নং প্ল্যাটফর্মে হুড়োহুড়ি।ফের পদপিষ্টের ঘটনা! তবে এবার প্রয়াগরাজ নই। ঘটনাস্থল নয়াদিল্লি রেলস্টেশন। মহাকুম্ভগামী ট্রেনে চাপতে গিয়ে হুড়োহুড়ি যাত্রীদের মধ্যে। অতিরিক্ত ভিড়ের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি। যার জেরে পদপিষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়। জানা গিয়েছে এখনও অবধি গোটা ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে।সূত্রের খবর, গত শনিবার রাতে মহাকুম্ভ যাওয়ার জন্য নয়াদিল্লি রেলস্টেশনে দাঁড়িয়েছিলেন একাধিক মানুষ। তাঁরা সকলেই প্রয়াগরাজে মহাকুম্ভের পুণ্যস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাড়ি থেকে। স্টেশনে ট্রেন আসতে দেরি হচ্ছিল। ঠিক তখনই গুজব ছড়ায় দুটি ট্রেন বাতিল করা হয়েছে। তার কিছুক্ষনের মধ্যেই একটি ট্রেন আসতেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। তৎক্ষণাৎ ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মের উপর যাত্রীদের মধ্যে ট্রেন ধরার ধাক্কাধাক্কি শুরু হয়। তৈরি হয় পদপিষ্টের ঘটনা।দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় পুলিস। পরবর্তীতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল বাহিনীও আসে সেখানে। উদ্ধারকার্য শুরু হয়। জানা গিয়েছে, ইতিমধ্যেই মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে গোটা ঘটনায় কেন্দ্র তথা বিজেপিকে কাঠগোড়ায় তুলেছে বিরোধীরা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব