×

*মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করছে শ্রমিকরা!*

*মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করছে শ্রমিকরা!*

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১০ ফেব্রুয়ারি ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্যক্তির সামনেই শ্রমিকরা প্রায় ৩০ ফুট উঁচুতে বিদ্যুতের লাইনে কাজ করছে কোন রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই। না কোন সেফটি বেল্ট না কোন হেলমেট পরিধান করেছে শ্রমিকরা। সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার পথে হরিনাটিলা এলাকায় রাস্তার পাশ দিয়ে নতুন বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর কাজ চলছে। সেখানেই জীবন ঝুঁকি নিয়ে শ্রমিকরা বিদ্যুতের খুটির উপর কাজ করছে। বিগত কয়েক বছরে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে সাব্রুমেই বেশ কয়েকজন শ্রমিকের প্রাণহানির মত হৃদয়বিদারক ঘটনাও ঘটে। তা থেকেও আমরা কোন শিক্ষা নিতে রাজি নই! বিদ্যুতের খুঁটিতে এরকম কোন সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকরা যে কাজ করছে এ বিষয়ে কাজ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান তাড়াহুড়ো করে শ্রমিকরা বিদ্যুতের খুঁটিতে উঠে গেছে তাই তারা সুরক্ষা সরঞ্জাম পরিধান করেন নি এবং সুরক্ষা সরঞ্জাম তাদের গাড়িতে রয়েছে। তিনি আরো বলেন প্রত্যেক শ্রমিক, কে সুরক্ষা সরঞ্জাম পড়লো আর কে পড়লো না সেটা দেখা ওনার দায়িত্ব না। এখন দেখার বিষয় শ্রমদপ্তর এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে?

Post Comment

You May Have Missed