*সুনামির সতর্কতা জারি গোটা দেশে*
নিজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : ৯ ফেব্রুয়ারিভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ। শুধু তাই নয়, রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৭.৬। এর থেকেই স্পষ্ট হয়েছে ভূমিকম্পের প্রভাব কতটা ভংকর ছিল। যার ফলে গোটা ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ কেপে ওঠে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল, যার ফলে কেঁপে ওটে গোটা এলাকা। বাড়ির বাইরে চলে আসেন স্থানীয়রা। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।জানা গিয়েছে ক্যারিবিয়ান সাগরের মাঝামাঝি জায়গায় ভয়ংকর ভূমিকম্পন অনুভূত হয়। যার ফলে ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলে ভূমিকম্প অনূভূত হয়।ভূমিকম্পের সময় সাগরে ১০ ফুট উচ্চতার ঢেউও দেখা যায়। যার ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এমনকী, সুনামির সতর্কতা জারি হয়েছে সংলগ্ন অঞ্চলে। বিশেষ করে, জামাইকা, মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কিউবা, কেম্যান আইল্যান্ড, কস্টা রিকা, বাহামাস, বেলিজ এবং হাইতিতে সুনামি দেখা দিতে পারে এই এলাকা। তাই জন্য সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, কেম্যান দ্বীপপুঞ্জের জর্জ টাউনের ১২৯ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অংশকে কম্পনের উৎসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্যারিবিয়ান সাগরের মাটির নীচে ১০ মাইল গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে, US Geological Survey-র তরফ থেকে এমনটাই জানা গিয়েছে।
Post Comment