×

*কেজরিওয়ালকে একা রেখে পালাতে শুরু করলেন আপের নেতারা*

*কেজরিওয়ালকে একা রেখে পালাতে শুরু করলেন আপের নেতারা*

নিজস্ব প্রতিনিধি : দিল্লী : প্রিয়াংকা বনিক : ৮ ফেব্রুয়ারিরাজধানী দিল্লির বিধানসভা নির্বাচন-২০২৫-এ আম আদমি পার্টি (AAP) কে চূড়ান্ত পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। শনিবার প্রকাশিত দিল্লি নির্বাচনের ফলে দেখা গেছে, বিজেপি ৭০টির মধ্যে ৪৫টিরও বেশি আসনে জয় লাভ করেছে। AAP ৩০টির কম আসনে সীমিত হয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, AAP-র অনেক বড় নেতা দল ছাড়বেন। এই নেতাদের মধ্যে এমন অনেক গুরুত্বপূর্ণ নাম থাকতে পারে, যাঁরা এতদিন কেজরিওয়ালের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। পাশাপাশি, বিভিন্ন রাজ্যেও AAP-র মধ্যে ভাঙনের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখানে দলের অনেক শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে যেতে পারেন।প্রসঙ্গত, ২০১৫ ও ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ঐতিহাসিক জয় লাভ করেছিল। ২০১৫ সালের নির্বাচনে AAP ৭০টির মধ্যে ৬৭টি আসনে জয়ী হয়েছিল। একইভাবে, ২০২০ সালের দিল্লি নির্বাচনে AAP ৭০টির মধ্যে ৬২টি আসন দখল করেছিল।

Post Comment

You May Have Missed