*প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি প্রায় চূড়ান্ত, সীমান্তে কড়া নজরদারি*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : 25 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। শুক্রবার প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্যারেডের কুচকাওয়াজ অনুশীলন অনুষ্ঠিত হয়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে প্রতিবছরের মতো এবারও প্যারেডের কুচকাওয়াজ অনুশীলন চলছে।প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিহত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ইয়াকুবনগর, ভাগ্যপুর, মালাকার বস্তি প্রভৃতি এলাকায় অবস্থিত ভারত-বাংলাদেশ সীমান্তে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর টহলদারি চালিয়ে যাচ্ছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর উদ্দেশ্যে সীমান্তে এই বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।প্যারেডে অংশগ্রহণ করেছে ত্রিপুরা স্টেট রাইফেল, ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা মহিলা পুলিশ, ডি আর পুলিশ, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড এবং দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকের অনুশীলনে সবাই তাদের পূর্ণ পোশাক পরে প্যারেডের চূড়ান্ত মহড়া সম্পন্ন করে। মহড়ার সময় উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ অফিসারসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতির এই জমকালো মুহূর্ত স্থানীয়দের মধ্যে যথেষ্ট উৎসাহ সৃষ্টি করেছে।
Post Comment