নকল ১০০ টাকা কীভাবে চিনবেন ? সহজ উপায় বলে দিল আরবিআই*
*নিজস্ব প্রতিনিধি : ভারত : প্রিয়াংকা বনিক : ১৯ জানুয়ারি প্রতিদিনের কাজে সবথেকে বেশি যে নোটটি ব্যবহার করা হয় সেটি হল ১০০ টাকা। অথচ বাজারে এই ১০০ টাকার নকল নোট ছেয়ে গিয়েছে।প্রতিটি নোটের একটি করে আলাদা বৈশিষ্ট্য থাকে। সেগুলিকে যদি একটু হিসাব করে নজরে রাখা যায় তাহলে অতি সহজেই সেখান থেকে চিনে নেওয়া যায় কোন নোটটি আসল বা কোনটি নকল।তবে যদি একটু নজর রাখতে পারেন তাহলে অতি সহজেই আপনি চিনে নিতে পারবেন কোন ১০০ টাকা নকল বা কোনটি আসল। সাধারণ মানুষকে সচেতন করার জন্য আরবিআই বেশ কয়েকটি বৈশিষ্ট্য চালু করেছে। যদি এগুলি মনে রাখতে পারেন তাহলে আপনি ঠকবেন না। ১০০ টাকার নোটে ইন্ডিয়া এবং আরবিআই লেখাটি এমনভাবে লেখা থাকে যে সেটি বিভিন্ন কোণ থেকে দেখলে আপনার নজরে নীল এবং সবুজ রং দেখাবে। এই রং পরিবর্তনের বিষয়টি অনেকেই জানেন না। তবে যদি জানা থাকে তাহলে দেখা যাবে সহজে ১০০ টাকার নোট নিয়ে কেউ আপনাকে ঠকাতে পারবে না।এছাড়া আরও একটি দিক হল ১০০ এবং আরবিআই লেখাটি মহাত্মা গান্ধীর ছবির কাছে একটি ভার্টিকাল ব্যান্ড হিসাবে থাকে। যদি এই কটি নিয়ম মেনে চলতে পারেন তাহলে সহজে ১০০ টাকার নোট নিয়ে আপনাকে ঠকতে হবে না।নকল ১০০ টাকার নোট চিনে নিতে আরবিআই কয়েকটি বিশেষ নিয়ম করে দিয়েছে। রয়েছে নির্দিষ্ট গাইডলাইন। আসল ১০০ টাকার নোটে একটি হালকা জলছবি থাকে যেখানে ১০০ সংখ্যাটি লেখা থাকে। জলছবি হিসাবে থাকে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবিটিও। যেখানে জলছবি থাকে সেখানে ১০০ লেখা একটি অংশ আলাদাভাবে এমবেডও করা থাকে।বাজারে যখনই নতুন ১০০ টাকা হাতে আসবে তখন দ্রুত দেখে নেবেন সেটি নকল কিনা। যদি আরবিআইয়ের এই নিয়মগুলি মেনে চলেন তাহলে সহজে আপনি ঠকবেন না। যদি কখনও ভুল করে হাতে নকল ১০০ টাকা চলে আসে তাহলে সেটি কাছের পুলিশ স্টেশনে বা ব্যাঙ্কে গিয়ে জমা করে দেবেন। এছাড়া আরও একটি দিক হল ১০০ এবং আরবিআই লেখাটি মহাত্মা গান্ধীর ছবির কাছে একটি ভার্টিকাল ব্যান্ড হিসাবে থাকে। যদি এই কটি নিয়ম মেনে চলতে পারেন তাহলে সহজে ১০০ টাকার নোট নিয়ে আপনাকে ঠকতে হবে না।
Post Comment