*বিরল কৃতিত্বের অধিকারী হলেন সুনীতা উইলিয়াম।
*নিজস্ব প্রতিনিধি : ভারত :প্রিয়াংকা বনিক : ১৭ জানুয়ারিসাতমাস পর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বের হলেন সুনীতা উইলিয়ামস। তিনি মহাকাশে স্পেসওয়াক করলেন। তার সঙ্গে ছিলেন নাসার আরেক মহাকাশবিজ্ঞানী নিক হেগ। তারা দুজনে মহাকাশের মধ্যে স্পেসওয়াক করেন। তাদের যে মহাকাশযানটি নিয়ে গিয়েছিল সেটিকে যান্ত্রিক ত্রুটির কারণে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হয়। ফলে মহাকাশের স্পেস স্টেশনেই থাকতে হল এই দুই মহাকাশচারীকে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে ফিরতে পারেন এই মহাকাশচারীরা। তবে যদি মহাকাশযান পাঠাতে দেরি হয় তাহলে এই দুজনের ফিরতে আরও দেরি হতে পারে বলেই খবর মিলেছে। বেশ কয়েকদিন ধরেই তারা স্পেস স্টেশনের ভিতরে এবিষয়ে অনুশীলন করছিলেন। তারপর তারা এই কাজটি করলেন। এটিও নাসার একটি সফল পরীক্ষা যা এই দুই মহাকাশচারী করে দেখালেন। গোটা ঘটনাটি অতি দক্ষভাবেই শেষ করেছেন এই দুজন। নাসার পক্ষ থেকে বলা হয়েছে আগামী সপ্তাহে সুনীতার আরেক সহযোগী বুচ উইলমোরের সঙ্গে তিনি ফের একবার স্পেস ওয়াক করবেন। মহাকাশের বুকে এই নিয়ে অষ্টমবার স্পেস ওয়াক করলেন সুনীতা উইলিয়ামস। এদিন ফের একবার স্পেস ওয়াক করে তিনি সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। নাসার পক্ষ থেকে সুনীতা এবং তার সহযোগিকে শুভেচ্ছা জানানো হয়েছে।
Post Comment