×

*কুম্ভের সেই আইআইটি সন্ন্যাসীকে অনুরোধ পরিবারের, জবাব কী এল*

*কুম্ভের সেই আইআইটি সন্ন্যাসীকে অনুরোধ পরিবারের, জবাব কী এল*

নিজস্ব প্রতিনিধি :ভারত : প্রিয়াংকা বনিক :১৬ জানুয়ারিমহাকুম্ভে একাধিক ঘটনা সামনে এসেছে। সেই ঘটনা শুনে চমকে গিয়েছে সবাই । আর সেই মহাকুম্ভের আসরে দেখা মিলেছে আইআইটি বাবা আভে সিংয়ের। কার্যত সোশ্য়াল মিডিয়ায় ঝড়ের মতো ভাইরাল হয়েছে তাঁর পূর্বাশ্রমের কথা।তিনি প্রাক্তন অ্য়ারোস্পেস ইঞ্জিনিয়ার। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে নিজেই জানিয়েছেন সেকথা। একেবারে ঝরঝরে ইংরেজি বলেন। এদিকে আভে সিংয়ের এই বর্তমান অবস্থানের কথা জানতে পেরেছেন তাঁর পরিবারের লোকজন। এনডিটিভিকে তাঁর বাবা করণ গ্রেওয়াল জানিয়েছেন আমাদের পরিবার চাইছে আভে যেন ফিরে আসে। তবে এত কিছু পাওয়ার পরে ফিরে আসাটা সহজ কাজ নয়। সন্ন্যাসীর বাবা পেশায় আইনজীবী। তিনি ওই সংবাদমাধ্যমে জানিয়েছেন, আভে চিরদিনই পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন। সবসময় একেবারে সবার সেরা। আইআইটি বোম্বে থেকে পাশ করেছিলেন তিনি। এরপর ডিজাইনের উপর মাস্টার্স করেন। এরপর নিউ দিল্লি আর কানাডায় চাকরি করেছিলেন তিনি। এরপর তিনি কানাডা থেকে ফিরে এসে একাধিক আধ্যাত্মিক জায়গায় থাকা শুরু করেন।এদিকে তার বাবা জানিয়েছেন, মাস ছয়েক আগে ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছিল। এরপর আমায় ব্লক করে দিয়েছে। আমার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ। তিনি জানিয়েছেন, আমি জানতে পেরেছিলাম ছেলে হরিদ্বারে আছে। তার কাছে যেতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। তবে এখন তো সে মিডিয়াতে ভাইরাল। বাবা বলেন, অবশ্যই চাইব ছেলে ঘরে ফিরে আসুক।কিন্তু সে বলছে সন্ন্যাসী হওয়ার পরে আর পরিবারে ফেরা সম্ভব নয়।

Post Comment

You May Have Missed