*বিলোনীয়াতে অনূর্ধ্ব পনের বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোদনী অনুষ্ঠান।*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক :১৬ জানুয়ারি উত্তর বিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের স্টেডিয়ামে পনের বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় বৃহস্পতিবার। বিলোনীয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত পনের বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট এক ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকাল নয়টা নাগাদ উত্তর বিলোনীয়া স্কুল মাঠে টুর্নামেন্টের শুভ সূচনা করেন অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট উপস্থিত অতিথিরা। টুর্নামেন্ট চলবে ষোলই জানুয়ারী থেকে চৌঠা জানুয়ারী পর্যন্ত। অনূর্ধ্ব পনের বালক বিভাগের এই টুর্নামেন্টে মোট নয়টি টি দল অংশ গ্রহন করবে বলে জানান ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে ।অনুষ্ঠানে অতিথিরা আলোচনা রাখতে খেলাধুলা কে জীবনের একটি বিশেষ অঙ্গ হিসেবে তুলে ধরার কথা বলেন,প্রত্যেকে যাতে পড়াশোনা সাথে খেলাধূলা কে সমান ভাবে চালিয়ে যায়। বিলোনীয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট কে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। আজকের এই উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চ্যায়ারপার্সন পুতুল পাল বিশ্বাস,বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন দত্ত,ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সদস্য বাবুল দেব,ইয়ূথ ক্লাব এন্ড প্লেসেন্টারের সভাপতি কৃষ্ণ মজুমদার,বিলোনীয়া ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক পার্থ চৌধুরী, সভাপতি কৃষ্ণ ধন চক্রবর্তী, সহ অন্যান্যরা।
Post Comment