
*নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১০ জানুয়ারিহঠাৎ ত্রিপুরার সাতটি স্থানে একযোগে ইডি হানা দিয়েছে। জানা গাছে আর্থিক অনিয়ম ও মাদক পাচারের সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তি ও সংস্থাগুলিকে লক্ষ্য করা হয়েছে। এবং তাদের বাড়িতেই ইডির হানা।প্রাথমিক তদন্তে বিদেশী অ্যাকাউন্টের সাথে যুক্ত সন্দেহজনক ব্যাঙ্কিং কার্যকলাপ সহ বড় আকারের অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।সিপাহীজলা জেলায় উত্তর কালামচৌড়ায় বাসিন্দা অপু রঞ্জন দাস (৩৮), রামপদ পাড়ায় বাসিন্দা বিশু ত্রিপুরা এবং বিশালগড়ে তাপস দেবনাথের (৪২) বাড়িতে অভিযান চালায়।তাছাড়া, পশ্চিম ত্রিপুরা জেলায় বড়দোয়ালীর বণিক পাড়ায় বাসিন্দা দেবব্রত দে (৪৩), নন্দননগর সরকার পাড়ার বাসিন্দা কামিনী দেববর্মা (৫২) এবং টাউন শিব নগরে বাসিন্দা লিটন সাহার (৪৬) বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।তাছাড়া, পুলিশ কর্মী ধ্রুব মজুমদারের শ্বশুর তথা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী অমল বৈদ্যের উদয়পুর পুলিশ লাইনস্থিত বাড়িতেও ইডি’র অভিযান চালিয়েছে। প্রায় ২৫০ জন সিআরপিএফ জওয়ানকে নিয়ে ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালানো হয়।আজ সকালে ছয়টা থেকে শুরু হওয়া এই অভিযানে তল্লাশি ও বাজেয়াপ্ত কার্যক্রম চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।