
*নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ৭ জানুয়ারি ক্রমাগত গরু চুরি অব্যাহত সীমান্ত এলাকায়।গরু চুরির যন্ত্রণায় অতিষ্ট হয়ে অবশেষে নৈশকালীন পাহারা দিতে শুরু করলো গ্রামবাসীরা। পুলিশের উপরও ক্ষোভ গ্রামবাসীদের। নৈশকালীন পাহারায় গ্ৰামবাসীরা অবশেষে হাতেনাতে পাকড়াও করলো এক কুখ্যাত গরু চোরকে। পরে এই চোরকে তুলে দেওয়া হলো কদমতলা থানার পুলিশের হাতে। ঘটনা কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের সরলা ৪নং ওয়ার্ডে। সেখানকার বাসিন্দা কুখ্যাত গরু চোর বাদল দাসকে( ৪০)(পিতা বিরেশ দাস)সোমবার রাতে স্থানীয় এলাকা থেকে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরে ফেলে গ্ৰামবাসীরা।পরে কদমতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে কুখ্যাত গরু চোরকে আটক করে থানায় নিয়ে আসে।পুলিশ ধৃতের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে,যার নম্বর KDL PS-02/2025/ এবং ভারতীয় দন্ডবিধির 303 ধারায়।বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করবে বলে জানায় পুলিশ ।এদিকে ব্রজেন্দ্রনগর এলকার জনগণ জানান দীর্ঘদিন থেকেই ধৃত চোর এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।গরু চুরি ছাড়াও সে বিভিন্ন চুরিকান্ডর সাথে যুক্ত বলেও জানান গ্রামবাসীরা। এ ধরনের চুরিকাণ্ড রুখতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।