
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৪ জানুয়ারিCovid_19 এর পর ফের একবার এক নয়া ভাইরাসের আতঙ্ক। চিনে HMPV-এর প্রাদুর্ভাব ব্যাপক সাড়া ফেলেছে। সেখানকার হাসপাতালগুলিতে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারতেও উদ্বেগ দেখা দিয়েছে। করোনা ভাইরাসের মতো এই ভাইরাসও ভারতে প্রবেশ করবে কি না, এই প্রশ্ন উঠেছে। এ নিয়ে ভারতে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই রোগটি ভারতে কতটা বিপজ্জনক হতে পারে।চীনে COVID-19-এর মতো মানব মেটাপনিউমোভাইরাস (HMPV) ছড়িয়ে পড়েছে। ভারতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভাইরাস অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই সাধারণ সর্দির কারণ হতে পারে এবং চিন্তার কোনও কারণ নেই। স্বাস্থ্য পরিষেবার মহাপরিচালক (DGHS) ড. অতুল গয়াল জানিয়েছেন, মানব মেটাপনিউমোভাইরাস অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই, যা সাধারণ সর্দি সৃষ্টি করে। এই ভাইরাস তরুণ ও প্রবীণদের মধ্যে ফ্লু-এর মতো উপসর্গ সৃষ্টি করতে পারে।ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল HMPV এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জা নিয়ে সতর্ক রয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে সংযোগ রাখছে।ড. গয়াল বলেন, “চীনে মানব মেটাপনিউমোভাইরাস (HMPV) এর প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। আমরা দেশের শ্বাসযন্ত্র সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করেছি। ডিসেম্বর ২০২৪-এর পরিসংখ্যানে কোনও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি। আমাদের স্বাস্থ্য সংস্থা থেকে বড় ধরনের কোনও ঘটনা রিপোর্ট করা হয়নি। বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।”ড. গয়াল আরও বলেন, “শীতকালে শ্বাসযন্ত্রের সংক্রমণ সাধারণত বৃদ্ধি পায়। এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং শয্যার ব্যবস্থা আমাদের হাসপাতালে রয়েছে।”