
হঠাৎই শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লি এইমসে। সেখান থেকে তাঁর আর বাড়ি ফেরা হল না। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসপাতালের তরফে জানানো হয়, রাত ৯.৫১ নাগাদ প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমসে।জরুরি বিভাগে ভর্তি করা হয় মনমোহন সিংকে। তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর বলেই জানা যায়। তবে ঠিক কী ধরনের অসুস্থতা, সে সম্পর্কে কিছু জানা যায়নি হাসপাতালের তরফে। হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই দিল্লির পথে কংগ্রেস নেতারা। কিন্তু বাঁচানো গেল না ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।