×

বাংলাদেশের মানচিত্রে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা!*

বাংলাদেশের মানচিত্রে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা!*

*নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক :২২ ডিসেম্বরপশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরাকে নিয়ে অখন্ড বাংলাদেশ গড়ার স্বপ্ন! ইউনূসের ‘ঘরের ছেলে’ মাহফুজ আলমের বিতর্কিত পোস্ট। আর এরপরেই অন্তবর্তী সরকারকে সাবধান করল মোদীর ভারত। একই সঙ্গে এহেন ‘উস্কানিমূলক’ পদক্ষেপের জন্য তীব্র নিন্দাও জানানো হয়েছে। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল শুক্রবার জানিয়েছেন, এহেন কাজের তীব্র প্রতিবাদ ভারতের তরফে জানানো হয়েছে। বাংলাদেশ সরকারকেও এই বিষয়ে বার্তা পাঠানো হয়েছে। শুধু তাই নয়, মন্তব্য করার আগে যাতে ভেবেচিন্তে করা হয় সেই বার্তাও ইউনূসকে স্পষ্ট ভারত বুঝিয়ে দিয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র। নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে রনধীর জয়সওয়াল এই প্রসঙ্গে আরও জানান, বাংলাদেশের সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যাতে সেখানকার নেতারা প্রকাশ্যে কোনও মন্তব্য করার আগে ভেবেচিন্তে করেন। বাংলাদেশের সঙ্গে ভারত সু সম্পর্ক রাখতে চায়। কিন্তু এই ধরনের পদক্ষেপ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। ফলে আগামিদিনে এই বিষয়ে যাতে সতর্ক থাকেন সে কথা ইউনূসের সরকারকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। খালেদা জিয়ার দলের অন্যতম নেতা রুহুল কবীর রিজভি গত কয়েকদিন আগেই যুদ্ধের হুমকি দেন। এমনকি পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা, বিহার সবটাই দখল করার হুশিয়ারিও দেওয়া হয়। শুধু তাই নয়, বাংলাদেশের প্রাক্তন এক সেনা আধিকারিক, সাতদিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দেন। যার পাল্টা বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, ওরা বাংলা দখল করবে আর আমরা লালিপপ খাবো! এবার এই ইস্যুতে কড়া বার্তা মোদী সরকারের তরফেও।বলে রাখা প্রয়োজন, মাহফুজ আলম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘটেছিল তার অন্যতম হোতা ছিল।

Post Comment