*চিকিৎসার জন্য নিজেদেরই ভরসা ভারত*
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ :প্রিয়াংকা বনিক : ১৬ ডিসেম্বর চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশিদের প্রধান গন্তব্য ভারত। কম খরচে উন্নতমানের চিকিৎসার জন্য বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। তাই বাংলাদেশিদের প্রাণ বাঁচাতে আংশিক হলে ভূমিকা নেয় বাংলাদেশ এটা বলা যেতেই পারে। কিন্তু নিজেদের দেশে উন্নত চিকিৎসা পদ্ধতির ব্য়বস্থা না করতে পারলেও পাকিস্তানের মানুষের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চায় বাংলাদেশ।বাংলাদেশি সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশ থেকে পাকিস্তান ওষুধ আমদানিতে আগ্রহী বলে রবিবার জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।প্রসঙ্গত, ইউনূস বাংলাদেশে অস্থায়ী সরকার গঠন করার পরেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ হতে শুরু করেছে।তিনি জানিয়েছেন, বাংলাদেশ ওষুধ শিল্পে ভাল অবস্থানে রয়েছে, তাই বাংলাদেশ থেকে পাকিস্তান ওষুধ কিনতে আগ্রহী। এই বৈঠকে দুই দেশের স্বাস্থ্য নিয়ে আদানপ্রদান-সহ বাণিজ্য নিয়েও আলোচনা হয়।
Post Comment