বিএসএফের অভিযানে আটক একজন নাইজেরিয়ান নাগরিক।*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৯ ডিসেম্বর বিএসএফের অভিযানে আটক একজন নাইজেরিয়ান নাগরিক। পাশাপাশি, অভিযানে একজন টাউট এবং তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে।গোপন সংবাদের ভিত্তিতে সিপাহীজলা জেলার কাইয়েদডেপা নামক স্থানে একটি বিশেষ অভিযান চালিয়েছে বিএসএফ জওয়ানরা।অভিযানকালে বিএসএফ জওয়ানরা ম্যাক্সওয়েল এনওয়েকে (৩৪ বছর) নামে একজন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে। সে ভারত-বাংলাদেশ সীমান্ত সড়ক ধরে সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা গেছে। অপর একটি অভিযানে বিএসএফ জওয়ানরা পশ্চিম ত্রিপুরা জেলার আমতলির বাসিন্দা সুরাজ প্রসাদ নামে একজন টাউটকে আটক করেছে। সে একজন তালিকাভুক্ত টাউট এবং বিএসএফ তাকে সক্রিয়ভাবে ট্র্যাক করছে।
Post Comment