×

ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ৫*

ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ৫*

*নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ৬ ডিসেম্বর

নেশা সামগ্রী সহ বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৫ নেশা কারবারি। শুক্রবার দুপুরে অভিযুক্তদের আদালতে সোপর্দ করে পুলিশ। জানাযায় গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বিশ্রামগঞ্জ বাজারে ৫ জন নেশা কারবারিকে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ৪০০ ইয়াবা ট্যাবলেট, ১২৫টি ব্রাউন সুগারের কন্টেইনার, ১৭ টি মোবাইল ও নগদ ২৫০০০ টাকা উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানা পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় NDPS এক্টে মামলা গ্রহণ করে পুলিশ মামলা নাম্বার 21/2024 U/S- 22 (C)/25/27 A/29 of NDPS Act। অভিযুক্তরা হলো, 1.অনুরূপম দত্ত, বাবার নাম স্বর্গীয় ধ্রুব দত্ত 2. জামাল হোসেন বাবার নাম আব্দুল গফুর, 3.রাম দত্ত বাবার নাম নারায়ণ দত্ত 4.জয়ন্ত ঘোষ বাবার নাম হিরন ঘোষ 5.রাহুল সাহা, বাবার নাম শ্রীনিবাস সাহা।প্রত্যেক অভিযুক্তদের বাড়ি বিশ্রামগঞ্জ থানাধীন এলাকায়। ‌ বিস্তারিত জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ

Post Comment

You May Have Missed