×

৭১ তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে জেলা ভিত্তিক আলোচনা চক্র।*

৭১ তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে জেলা ভিত্তিক আলোচনা চক্র।*

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ১৮ নভেম্বর

”সমবায়ের মধ্যে সমন্বয়ের স্ব -শক্তি করন” এই ভাবনাকে সামনে রেখে ৭১তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়। সিপাহীজলা জেলা ভিত্তিক অখিল ভারতীয় সমবায় সপ্তাহ 2024 সোমবার চড়িলাম স্থিত লীলা দেব স্মৃতি কমিউনিটি হলে উদযাপিত হয়। জেলা ভিত্তিক ৭১তম সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে লীলা দেব কমিউনিটি হলে এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। উক্ত মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন, বিদায়িকা অন্তরা দেব সরকার সিপাহীজলা জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, অতিরিক্ত জেলা শাসক সিপাহীজলা জেলা সুব্রত মজুমদার সহ আরো অনেকেই। অনুষ্ঠান শুরুর প্রার্কলগ্নে সমবায়ের পতাকা উত্তোলন করেন উপস্থিতি অতিথিরা তার পরপরই মঙ্গল আলোর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা চক্রে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি শ্রীমতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্য অতিথিরা সমবায়ের তাৎপর্য বিশ্লেষণ করে আলোচনা করেন।

Post Comment