
নিজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : ১০ নভেম্বর
জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে শুরু হয়েছে এনকাউন্টার। রবিবার সকাল থেকেই সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী। তখনই চলতে থাকে দুই পক্ষের মধ্যে এনকাউন্টার। আর তাতে প্রাণ হারালেন একজন সেনা জওয়ান। জখম হয়েছেন তিন জন জওয়ান। এই প্রসঙ্গে সেনা বাহিনীর তরফে জানান হয়েছে, ‘এদিন গোয়েন্দা সূত্রে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী কিশতওয়ারে অভিযান শুরু করে।এইসময় চলে বন্দুক যুদ্ধ । প্রথমে চার সেনা সদস্য আহত হয়েছিলেন। তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়ে আর সেখানেই প্রাণ হারান এই জওয়ান। নিহত জওয়ান হলেন রাকেশ কুমার। এই শোকের মুহূর্তে আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি।’ অন্যদিকে এদিন সকাল থেকেই শ্রীনগরের হারওয়ানে রবিবার সকাল ৯টা নাগাদ অপর একটি এনকাউন্টার শুরু হয়। তবে তাতে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।লাগাতার এই হামলা প্রসঙ্গে মুখ খুলেছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ।

তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ‘ হামলাকারীদের ধরতে হবে তাহলেই আমরা জানতে পারব এই সন্ত্রাসীদের পেছনে কারা রয়েছে। এটা নিয়ে তদন্ত করা উচিত।’ বলা বাহল্য, সম্প্রতি জম্মু- কাশ্মীরে হয়েছে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন শেষ হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ।