×

অবৈধভাবে সীমান্ত পার করার করিডর হয়ে উঠছে ত্রিপুরা*

অবৈধভাবে সীমান্ত পার করার করিডর হয়ে উঠছে ত্রিপুরা*

নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা :প্রিয়াংকা বনিক :৯ নভেম্বর প্রায় প্রত্যেকদিন ত্রিপুরার বিভিন্ন জায়গায় আটক হচ্ছেন বাংলাদেশিরা।সপ্তাহখানেকের মধ্যে আগরতলা ও জিরানিয়া রেলস্টেশন থেকে জিআরপি, বিএসএফ এবং আরপিএফের যৌথ অভিযানে আটক নয় বাংলাদেশি। বৃহস্পতিবার সন্ধ্যায় জিরানিয়া রেলস্টেশন থেকে ছয় বাংলাদেশিকে আটক করা হয়। অভিযোগ, তাঁরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে ভারতে আসেন।জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, ‘ছয় বাংলাদেশির বিরুদ্ধে জিআরপি থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। অবৈধভাবে সীমান্ত পার করানোর পিছনে আর কারা জড়িত তাদের সম্পর্কেও খোঁজ চালাচ্ছে পুলিশ। ছয় বাংলাদেশি ইকলাস মিঞা, রুবায়েত হুসাইন, জাকিরা, জাকাডিয়া, তানভীর আহমেদ, মহম্মদ মুমিনুল হক। শুক্রবার তাদের আদালতে পেশ করা হয়েছএ। অন্যদিকে, আগরতলা রেল স্টেশন থেকে গত ১ নভেম্বর এক শিশু সহ দুই বাংলাদেশিকে আটক করে জিআরপি, বিএসএফ এবং আরপিএফ। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছেন বলে জানা গিয়েছে।ইতিমধ্যেই ধৃতদের আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে

Post Comment