রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালতে বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হল।*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ৯ নভেম্বর শনিবার, রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালতে অনুষ্ঠিত হল বিশেষ লোক আদালত। এই লোক আদালতে ১৪ হাজার ২২৩ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এরমধ্যে এমভি অ্যাক্ট (ট্রাফিক চালান) সংক্রান্ত ৯ হাজার ৭৫৬ টি মামলা, ত্রিপুরা পুলিশ অ্যাক্টে ৩ হাজার ৮৩২ টি মামলা, ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্টে ১২২ টি মামলা, ত্রিপুরা এক্সাইস অ্যাক্টে ৪৪১ টি মামলা, চেক বাউন্স (এনআই অ্যাক্ট) সংক্রান্ত ৩১ টি মামলা, সিআর (ফরেস্ট) সংক্রান্ত ৭ টি মামলা, মীমাংসাযোগ্য ফৌজদারি সংক্রান্ত ২৭ টি মামলা এবং এনিমেল অ্যাক্টে ৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। বিশেষ লোক আদালতের জন্য ২৪ টি বেঞ্চ গঠন করা হয়েছে। এরমধ্যে খোয়াই জেলায় সবচেয়ে বেশি ৫টি বেঞ্চ বসেছে। লোক আদালতে নোটিস প্রাপ্ত হয়ে আসা পক্ষ-বিপক্ষকে সহযোগিতা করতে প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা রয়েছেন
Post Comment