×

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রাজধানীর কর্নেল চৌমুহনি এলাকার দুটি দোকান*

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রাজধানীর কর্নেল চৌমুহনি এলাকার দুটি দোকান*

নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৯ নভেম্বর রাস্তার পাশে দাঁড় করানো গাড়ি থেকে অগ্নি সংযোগে পুড়ে ছাই রাজধানীর কর্নেল চৌমুনী এলাকার দুটি দোকান। ঘটনাস্তলে দমকল কর্মীরা পৌঁছে নিয়ন্ত্রণে আনে আগুন। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত একটা ব্যবসায়ী জানিয়েছেন, শনিবার সকালে দোকান খোলার কিছুক্ষণ পর একটি গাড়ি উনার দোকানের সামনে এসে দাঁড়ায়, কিছুক্ষণ পর গাড়িটিতে আগুন জ্বলতে থাকে। ঘটনাটি প্রত্যক্ষ করার সাথে সাথেই দমকল কর্মীদের খবর দেওয়া হয়। তবে দমকল কর্মীদের আসছে কিছুটা দেরি হওয়ায় গাড়ি থেকে আগুণ ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় দুটি দোকান। এরই মাঝে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন ওই ব্যবসায়ী। তিনি বলেন, প্রায় সই দোকানের সামনে কিংবা রাস্তার পাশে অবৈধভাবে সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকে কিছু গাড়ি, কিন্তু ট্রাফিক দপ্তর এই বিষয়ে কোনো ভূমিকা গ্রহণ করে না। যার ফলে আজ এই ঘটনা ঘটেছে এবং আগামী দিনে আরো ভয়ানক কিছু ঘটে যেতে পারে।Byte-full

Post Comment