×

মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধন হলো রাধিকা হেলথকেয়ার*

মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধন হলো রাধিকা হেলথকেয়ার*

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৮ নভেম্বর

রাজ্যের বতমান সরকার স্বাস্থ্য ক্ষেএে উন্নতি করার লক্ষে এগিয়ে যাচ্ছে রাজ্যের সরকার চাইছে বহিরাজ্যে যতক্ষন পযন্ত রোগীরা না গিয়ে রাজ্যে চিকিৎসা পরিষেবা পেলেই এিপুরা স্বাস্থ্য ক্ষেএে উন্নত হবে রাজ্যের সরকার স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেএে কোন কিছুতেই ছাড় দেওয়া চলবে না বক্তা পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রি সুশান্ত চৌধুরী।শুক্রবার রানির বাজারে মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে রাধিকা হেলথকেয়ার শুভ উদ্বোধন করা হয়। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের মহারাজসহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জোলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রীসহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন

Post Comment