
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৩ নভেম্বর
অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শনিবার রাতে খোয়াই শহরের লাল ছড়া এলাকায়। মৃত গৃহবধুর নাম মনি দীপা ঘোষ । ঘটনার বিবরণে জানা যায় যে লাল ছড়া এলাকার বাসিন্দা তথা স্বাস্থ্যকর্মী প্রতাপ নারায়ন চৌধুরী এর স্ত্রী মনিদিপা ঘোষ নিজগৃহে অগ্নিদগ্ধ হয়। গৃহবধূর আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে কাউকে ঘরের ভেতর প্রবেশ করতে দেয়নি প্রতাপ নারায়ণ চৌধুরী এবং তার পরিবারের লোকজন। অবশেষে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসে এবং অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। আগুনে গৃহবধূর দেহের ৯৫ শতাংশ অংশ পুড়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মহিলাকে তড়িঘড়ি আশঙ্কা জনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। রাতে গৃহবধূ মৃত্যুর কোলে ঢলে পড়ে। জানা গেছে গৃহবধুর পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ও ছড়িয়ে পড়েছে।