
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৩০ অক্টোবর
দীপাবলি উপহার হিসেবে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা দিল বিজেপি জোট সরকার। মহাকরণে মন্ত্রিসভায় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ত্রিপুরা সরকার সরকারি কর্মচারী ও পেনশনারসদের জন্য ভেবেছে।

১ শতাংশ মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকারের ১০০ কোটি টাকা ব্যয় হয়। সেই মোতাবেক ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। তিনি আরও বলেন, আজকের এই সিদ্ধান্তে কেন্দ্রের সাথে রাজ্যের মহার্ঘ ভাতায় ২৩ শতাংশ ফারাক থাকবে। আগামী ১ নভেম্বর থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ঘোষণায় খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা।