
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক :১৭ অক্টোবর
ট্রেনের চাকার নিচে কাঁটা পড়ে মৃত্যু হয় এক যুবকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিন সাত সকালে বিশালগড় থানার অন্তর্গত মধ্য ব্রজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রেল রাস্তায়। বৃহস্পতিবার দিন সকালবেলা আগরতলা সাব্রুম গামি ট্রেনের চাকার নিচে কাটা পড়ে দেহ দু টুকরো হয়ে যায় এক যুবকের। বৃহস্পতিবার সকাল বেলা প্রাতঃ ভ্রমণে বেরিয়ে দু টুকরো মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ধীরে ধীরে গ্রামের মানুষ জড়ো হয় ঘটনাস্থলে।

খবর দেওয়া হয় রেল পুলিশ এবং বিশালগড় থানার পুলিশকে। খবর পেয়ে রেল পুলিশ এবং বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় দুই ঘন্টা পর। পুলিশ প্রশাসন এবং রেলওয়ে পুলিশ মৃতদেহ টি রেল রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। যুবকটির পরিচয় জানা যায়নি। এলাকার মানুষ এবং পুলিশ কেউ তাকে সনাক্ত করতে পারেনি। মৃতদেহটি ৭২ ঘন্টা সংরক্ষণ করে রাখা হবে। ৭২ ঘন্টা পর সরকারি নিয়ম-নীতি অনুসারে পুলিশ প্রশাসন মৃতদেহটি তাদের নিজস্ব উদ্যোগে সৎকার করবে বলে জানিয়েছে বিশালগড় থানার পুলিশ এবং রেলওয়ে পুলিশ এবং মহকুমা প্রশাসন। সাত সকালে ট্রেনের চাকার নিচে কাটা পড়ে মৃত্যু হওয়া আনুমানিক ৪০ বছর বয়সের যুবকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।