×

ভারতীয় শিল্পবাণিজ্যে মহীরুহ পতন*

ভারতীয় শিল্পবাণিজ্যে মহীরুহ পতন*

ইন্ডিয়া : প্রিয়াংকা বনিক : ১০ অক্টোবর প্রয়াত শিল্পপতি রতন টাটা।বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বয়সজনিত সমস্যা নিয়ে সোমবার থেকেই ভর্তি ছিলেন মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে। বুধবার সন্ধ থেকেই জল্পনা শুরু হয়, তাঁর সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে।তবে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, বর্ষীয়ান শিল্পপতি গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ছিলেন । বুধবার রাতে জানা যায়, প্রয়াত বর্ষীয়ান শিল্পপতি।বিশ্বের দরবারে জনপ্রিয় এই ভারতীয় শিল্পপতির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধি। টাটা সন্স-এর চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা (৮৬) অসুস্থ হয়ে সোমবার থেকে ভর্তি ছিলেন মুম্বইয়ের বেসরকারি হাসপাতাল ব্রিজ ক্যান্ডিতে।সোমবার, ৭ অক্টোবর তিনি হাসপাতালে ভর্তি হন।

তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরেই, তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। সোমবারই রতন টাটার সমাজমাধ্যমে একটি বার্তা দিয়ে জানানো হয়, তিনি বয়সজনিত সমস্যার কারণে চিকিৎসা করাচ্ছেন। গুরুতর অসুস্থ হওয়ায় গুজব উড়িয়ে দিয়েছিলেন একপ্রকার। সঙ্গেই ভুয়ো খবর পরিবেশন থেকে তিনি সকলকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন।বুধবার সন্ধেয় সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ছিল অবস্থার অবনতি হয়েছে রতন টাটার। তখনও পর্যন্ত এই বিষয়ে টাটা গোষ্ঠী বা রতন টাটার পক্ষ থেকে সমাজমাধ্যমে কোনও বার্তা দেওয়া হয়নি।তবে রাত বাড়তেই জানা গেল, প্রয়াত শিল্পপতি। টাটা সন্স-এর পক্ষ থেকে বুধবার রাতেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে শিল্পপতির প্রয়াণের খবর।গভীর রাতে খবর ছড়িয়ে পড়তেই এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়েছে টাটা সন্স-ও।

Post Comment