
নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা :প্রিয়াংকা বনিক :৩০ সেপ্টেম্বর
ত্রিপুরার রাজনীতিতে অসম্ভবও সম্ভব! সোমবার তথা ৯ সেপ্টেম্বর টি পি এফ -এর দশ বছর পূর্তি হয়েছে। সেদিন দলের সুপ্রিমো পাতাল কন্যা আরো এক নয়া রাজনৈতিক সমীকরণ সামনে নিয়ে আসেন। এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন এতদিন টিপিএফ রাজনৈতিক এবং সামাজিক কাজ করে এসেছে।কিন্তু আজকে টিপিএফ একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। নাম দেওয়া হয়েছে ত্রিপুরা পিপলস্ সোসিওলিস্ট পার্টি। আগামী দিন এই রাজনৈতিক দল মানুষের স্বার্থে কাজ করবে। তিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি নয়া রাজনৈতিক দলের সুপ্রিমো হয়ে দায়িত্ব পালন করবেন। আর এটা অসম্ভব এর কিছু নয়।

কারণ তিপরা মথার কেউ যদি ভারতীয় জনতা পার্টি হয়ে লড়তে পারে তাহলে তিনি কেন নতুন দল গঠন করতে পারবেন না। তিনি জানিয়েছেন, ত্রিপুরা পিপলস্ সোসিওলিস্ট পার্টির সভাপতি রঘুবীর জমাতিয়া, সহ-সভাপতি অমিতাভ দেববর্মা, আনন্দ কলই, সাধারণ সম্পাদক পিন্টু দেববর্মা সহ অন্যান্য নাম ঘোষনা করে নয়া কমিটির ঘোষণা দেন তিনি।