ফের ভয়াবহ দুর্ঘটনা আগরতলা মৌচাক ক্লাব সংলগ্ন এলাকায়*
নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা :প্রিয়াংকা বনিক :২৮ সেপ্টেম্বর
রাজধানীর বুকে একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। আগরতলা মৌচাক ক্লাব সংলগ্ন এলাকায় লরি চালকের অসাবধানতায় লরির চাকায় পিষ্ট এক যুবতীর পা, আহত হয়েছেন বাইকে চালক । ঘটনার বিবরণে জানা যায়, কর্মস্থল থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পরেন ২৩ বছরের পুস্পিতা সাহা এবং ২২ বছরের অঙ্কুর দাস। পুষ্পিতার অবস্থা সঙ্কটজনক|জানা গেছে লরি চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা। বর্তমানে আহত দুজনের চিকিৎসা চলছে।
Post Comment