×

আগরতলা রেলস্টেশনে অভিযান: চার বাংলাদেশি নাগরিক আটক, গাঁজা উদ্ধার

আগরতলা রেলস্টেশনে অভিযান: চার বাংলাদেশি নাগরিক আটক, গাঁজা উদ্ধার

আগরতলা রেলস্টেশনে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে গতকাল রাতে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। সূত্র অনুযায়ী, আটককৃতরা অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং বহিরাজ্যে যাওয়ার পরিকল্পনা নিয়ে আগরতলা রেলস্টেশনে উপস্থিত হয়েছিল।এই অভিযান চালায় আগরতলা জিআরপি (Government Railway Police), আরপিএফ (Railway Protection Force) এবং গুপ্তচর বিভাগ যৌথভাবে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, তারা বেঙ্গালুরু ও চেন্নাই যাওয়ার পরিকল্পনায় ছিল।আটককৃত ব্যক্তিরা হলেন:১) জহিরুল ইসলাম ওরফে জাহির (৪২), জেলা – ঢাকা, বাংলাদেশ।২) দিলওয়ার হোসেন (৪৪), জেলা – শরীয়তপুর, বাংলাদেশ।৩) জামিরুল ইসলাম (২৭), জেলা – পঞ্চগড়, বাংলাদেশ।৪) মোহাম্মদ জিয়া (৩৫), জেলা – জামালপুর, বাংলাদেশ।পুলিশ জানিয়েছে, আটককৃতরা কোন বৈধ নথিপত্র দেখাতে পারেনি। তারা গোপনে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে এবং এরপর বিভিন্ন ট্রেন ধরে দেশের অন্য রাজ্যে যাওয়ার ছক কষছিল।এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই চক্রের সঙ্গে যুক্ত আরো কিছু ব্যক্তির খোঁজ চলছে এবং ভবিষ্যতে আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। পুলিশ ধারণা করছে, একটি বড় মানব পাচার চক্রের অংশ হতে পারে এরা।আটককৃত চারজনকে আগামীকাল মহামান্য আদালতে তোলা হবে বলে জানিয়েছে জিআরপি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার।এছাড়াও, গতকাল দেওঘর এক্সপ্রেস ট্রেনে আলাদা এক অভিযানে ১৯ প্যাকেট গাঁজা উদ্ধার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গাঁজার প্যাকেটগুলো বিশেষভাবে ট্রেনের একটি বগির আসনের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। তবে এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। পুলিশ ধারণা করছে, মাদক পাচার চক্র এই কাজের সঙ্গে জড়িত এবং তদন্তের জন্য আলাদা একটি মামলা রুজু করা হয়েছে।এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা রেল পুলিশের ওসি তাপস দাস জানান,”রেলস্টেশনে এবং ট্রেনের ভিতরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে সাফল্য পেয়েছি। মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেলওয়ে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে এবং যেকোনো সন্দেহজনক গতিবিধি নজরে আসলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনার পর, আগরতলা রেলস্টেশনে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। জিআরপি, আরপিএফ ও স্থানীয় পুলিশের যৌথ তল্লাশি অভিযান আগামী কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।রাজ্য জুড়ে বেড়ে চলা মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে এই ধরনের অভিযান রাজ্য প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Post Comment

You May Have Missed