কাশ্মীরে জঙ্গি তাণ্ডব, মৃত্যু ২৫ পর্যটকের।
মঙ্গলবার, পর্যটকে ঠাসা বৈসরন উপত্যকা রক্তাক্ত হয়ে ওঠে, যখন একদল জঙ্গি নির্বিচারে গুলি চালায় নিরীহ পর্যটকদের ওপর। সরকারি সূত্র অনুযায়ী, এই হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, যদিও স্থানীয় সূত্রে নিহতের সংখ্যা ২৮ পর্যন্ত বলে অনুমান করা হচ্ছে।তদন্তে উঠে এসেছে, হামলাকারীরা ছিল চার জন। তাদের ছবি প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, এই চারজনের মধ্যে দু’জন পাকিস্তানের নাগরিক এবং বাকি দু’জন কাশ্মীরের। এদের মধ্যে তিনজনের নাম ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে — আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। চতুর্থ জনের পরিচয় এখনও অজানা।এই চারজনই কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার সদস্য, তবে হামলার দায় নিয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফোর্স’ নামক অপর একটি সংগঠন।প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে, প্রত্যেক জঙ্গির হাতে ছিল আধুনিক একে-৪৭ রাইফেল। শুধু তাই নয়, তাদের শরীরে বাঁধা ছিল বডি ক্যামেরা, যার মাধ্যমে পুরো হামলার দৃশ্য রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ক্যামেরার ব্যবহার প্রমাণ করে, হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত কৌশলগতভাবে সংঘটিত।এনআইএ ইতিমধ্যেই তিন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী। এসব স্কেচ সেনা ও গোয়েন্দা দপ্তরে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে দ্রুত শনাক্ত করা যায় অভিযুক্তদের।এখনও পর্যন্ত হামলাকারীদের প্রকৃত সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। স্থানীয় সূত্র মতে, অন্তত পাঁচ থেকে ছয়জন ছিল হামলায় জড়িত। তদন্ত চলছে, এবং আশা করা হচ্ছে, খুব শিগগিরই বাকি জঙ্গিদের নাম ও অবস্থান স্পষ্ট হয়ে উঠবে।এই ঘটনার পরে উপত্যকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে অঞ্চলজুড়ে।
Post Comment