
ত্রিপুরা: ২০২৬ সালের এডিসি (অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল) নির্বাচনকে সামনে রেখে ফের সক্রিয় হচ্ছে ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি)। দলটি এবার কোনওরকম ষড়যন্ত্রের ফাঁদে না পা দিয়ে শক্ত সংগঠনের ভিত্তিতে লড়াইয়ে নামার বার্তা দিয়েছে। বৃহস্পতিবার আগরতলায় এক সাংবাদিক বৈঠকে এমনই সুর শোনা গেল ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা আইপিএফটি নেতা শুক্লাচরণ নোয়াতিয়ার কণ্ঠে।
মন্ত্রী জানান, সম্প্রতি দলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে ২০২৬ সালের নির্বাচনের রণকৌশল নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তাঁর অভিযোগ, ২০২১ সালের নির্বাচনে দল চক্রান্তের শিকার হয়েছিল — যার প্রভাব পড়েছিল ফলাফলের ওপর। তবে এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই শুরু হয়েছে সংগঠনের ভিত মজবুত করার কাজ।
শুক্লাচরণবাবুর বক্তব্য, “দলের প্রতি মানুষ আবার আস্থা ফিরিয়ে এনেছেন। আগে যাঁরা দল ছেড়ে গিয়েছিলেন, তাঁরাই এখন স্বতঃস্ফূর্তভাবে ফিরে আসছেন। প্রতিদিন রাজ্যের নানা জেলায় আইপিএফটির যোগদান সভা হচ্ছে — যা আশার ইঙ্গিত দিচ্ছে।”
তিনি আশাবাদী যে, ২০২৬ সালের নির্বাচন হবে আইপিএফটির জন্য একটি “টার্নিং পয়েন্ট”। জনভিত্তি ও সাংগঠনিক শক্তি — এই দুই দিকেই ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হচ্ছে দল।