
রাজ্যে স্মার্ট মিটার বসানো এবং বিদ্যুৎ ও জলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল সিপিআইএম। আজ মেলার মাঠ পার্টি অফিস থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম-এর সদর জেলা সম্পাদক অমল চক্রবর্তী এবং প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী তথা সিআইটিইউ-এর রাজ্য সভাপতি মানিক দে। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতারাও।সভায় বক্তব্য রাখতে গিয়ে অমল চক্রবর্তী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “বিজেপি নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের উপর আর্থিক চাপ সৃষ্টি করছে। স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুৎ খরচ অস্বাভাবিক হারে বাড়িয়ে তোলা হয়েছে, কোনওরকম আগাম সতর্কতা ছাড়াই। এটা একপ্রকার অর্থনৈতিক আক্রমণ।”তিনি আরও অভিযোগ করেন, “রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে। বিরোধী দলের কর্মীদের উপর হামলা বেড়েই চলেছে, পাশাপাশি নারী নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। এই অবস্থায় অতিরিক্ত কর চাপিয়ে দেওয়া জনবিরোধী এবং অমানবিক সিদ্ধান্ত।”সিপিআইএম-এর তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, তারা স্মার্ট মিটার ব্যবস্থার প্রত্যাহার এবং বিদ্যুৎ ও জলের বর্ধিত কর অবিলম্বে রদ করার দাবি জানাচ্ছে।এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ তুলে ধরার পাশাপাশি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে জোরালো বার্তা দিল বামেরা।