স্বাভাবিক ছন্দে ফিরছে ত্রিপুরা ও শিলচরের রেল পরিষেবা
প্রায় এক সপ্তাহের ব্যাঘাতের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ত্রিপুরা ও শিলচর সংলগ্ন রেল পরিষেবা। ভূমিধসের ফলে বিপর্যস্ত হয়ে পড়া লামডিং-বদরপুর রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।সম্প্রতি লাগাতার বৃষ্টির জেরে লামডিং-বদরপুর রেল লাইনের একাধিক অংশে ভূমি ধ্বস দেখা দেয়। এতে বিপুল পরিমাণে মাটি এসে পড়ে রেলপথে, যার কারণে সম্পূর্ণরূপে থমকে যায় রেল পরিষেবা। বাতিল করা হয় ত্রিপুরা ও শিলচর অভিমুখে চলাচলকারী একাধিক ট্রেন।তবে যাত্রীদের ভোগান্তি কমাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। মাটি পরিষ্কারের কাজ শেষ হওয়ার পর রবিবার সকালে একটি ট্রায়াল ইঞ্জিন চালানো হয়, যা সফলভাবে পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করে। এরপরই একটি পণ্যবাহী ট্রেন রওনা দেয়।অবশেষে, রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে নিউ হাফলং স্টেশনে পৌঁছায় শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এরপর দুপুরের দিকে রাঙ্গিয়া-আগরতলা এক্সপ্রেসও চলাচল শুরু করে ঐ রুট ধরে।রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি চলবে। তবে এভাবে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
Post Comment