×

স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রদেশ বিজেপির একাধিক কর্মসূচি

স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রদেশ বিজেপির একাধিক কর্মসূচি

পুরা : ১০ আগস্ট

সারা দেশের সাথে রাজ্যেও আগামী ১৩ আগস্ট থেকে ১৫ই আগস্ট, পালিত হবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচী।

গতকালই হর ঘর তিরঙ্গা কর্মসূচির ব্যাপক সাফল্যের জন্য গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই লক্ষ্যে শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত মন্ত্রী , বিধায়ক, এমডিসি এবং পিএসইউ চেয়ারপার্সনদের সাথে একটি পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত ২০২২ সালে দেশব্যাপী হর ঘর তিরঙ্গা অভিযান শুরু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ রক্ষায় যারা আত্ম বলিদান দিয়েছেন তাদের প্রতি সম্মান জানানোর লক্ষে এবং দেশবাসীর মধ্যে দেশপ্রেম তথা রাষ্ট্রবাদী চেতনাকে জনমানসে উজ্জীবিত করার লক্ষ্যেই এই কর্মসূচির ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

হর ঘর তেরঙ্গা কর্মসূচীকে কেন্দ্র করে শনিবার প্রদেশ বিজেপির পক্ষ থেকে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সম্পাদক তাপস মজুমদার, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং প্রদেশ বিজেপি সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য।

এদিন হর ঘর তিরঙ্গা কর্মসূচীর পাশাপাশি আগামী ১৪ই আগস্ট প্রদেশ বিজেপির উদ্যোগে পালিত হতে চলা বিভাজন-বিভীষিকা কর্মসূচি নিয়েও বিস্তারিত তুলে ধরেন প্রদেশ বিজেপি সম্পাদক তাপস মজুমদার।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আগামী ১৩ থেকে ১৫ ই আগষ্ট প্রতিটি গৃহে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করার জন্য রাজ্যবাসীকে আহবান জানানো হয়।

Post Comment

You May Have Missed