চিকিৎসকের অবহেলায় নয় বছরের অস্মির মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে ত্রিপুরা
৯ নভেম্বরের এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারাল ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী দ্বীপান্বিতা পাল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চরম অবহেলার শিকার হয় আট বছরের এই শিক্ষার্থী।সেদিন দুপুরের প্রচণ্ড রোদে ছাত্রছাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় বলেই জানান অভিভাবকেরা। দ্বীপান্বিতা অসুস্থ বোধ করে শিক্ষিকাকে জানালেও অভিযোগটি গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি পরিবারের।পরিবারের অভিযোগ—অসুস্থতার কথা জানিয়েও তাকে রোদের মধ্যেই দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়। কিছুক্ষণ পর মঞ্চের পাশে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে ছোট্ট দ্বীপান্বিতা। খবর পেয়ে পরিবার দ্রুত স্কুলে পৌঁছায় এবং তাকে হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসকেরা জানান, দ্বীপান্বিতা সানস্ট্রোকে আক্রান্ত হয়েছিল এবং তার শরীরের একাংশে প্যারালাইসিস দেখা দেয়। টানা চিকিৎসার পরও অবস্থার অবনতি হতে থাকে, এবং শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই শিশুটির।ঘটনার পর ক্ষুব্ধ পরিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছে। তাদের দাবি, সামান্য যত্ন নেওয়া হলে দ্বীপান্বিতাকে হারাতে হতো না। এ বিষয়ে স্কুলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।