সুরমা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আশীষ দাসের মৃত্যু ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা
সুরমা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আশীষ দাসের রহস্যজনক মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। একসময়ের বিজেপি বিধায়ক ও পরে তৃণমূল ঘনিষ্ঠ এই নেতার অস্বাভাবিক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তদন্তের দাবি তুলেছে প্রদেশ কংগ্রেস।সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সাক্ষাৎ করে এই মৃত্যুর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। প্রতিনিধি দলের পক্ষ থেকে একজন অভিজ্ঞ ও নিরপেক্ষ আইপিএস আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠনের দাবি তোলা হয়।আশীষ সাহা সাংবাদিকদের জানান, “এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাই নিরপেক্ষ তদন্ত ছাড়া সত্য উদঘাটন সম্ভব নয়।” তিনি অভিযোগ করেন, “শাসক দলের মদতে বিরোধী নেতাদের উপর হামলা বেড়েই চলেছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থাকছে।”তিনি আরও বলেন, “দলীয় কার্যালয়ে হামলা, সভা ভণ্ডুল করা, সম্পত্তি নষ্ট করা এখন প্রায় রোজকার ঘটনা। এমনকি দিবালোকে পুলিশের সামনেই আক্রমণ চালানো হচ্ছে। আশীষ দাসের মৃত্যুর তদন্তও অত্যন্ত ধীরগতিতে চলছে, যা মৃতের পরিবারের মধ্যে গভীর আশঙ্কা সৃষ্টি করেছে।”কংগ্রেসের মতে, রাজ্যে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। “জনপ্রতিনিধিরাও আজ নিরাপদ নন, সাধারণ মানুষ কতটা সুরক্ষিত, তা ভেবে শিউরে উঠতে হয়,” বলেন সাহা।এই পরিস্থিতিতে কংগ্রেসের হুঁশিয়ারি, দ্রুত SIT গঠন করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, নাহলে দল বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আশীষ দাসের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে, যা আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বড় প্রভাব ফেলতে পারে।
Post Comment