
সিপিআইএম সদর কমিটির উদ্যোগে পার্টির সংগ্রাম তহবিল গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার মেলারমাঠ এলাকায় এই কর্মসূচির অংশ হিসেবে দলের নেতারা বিভিন্ন দোকানে গিয়ে জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।এদিন দলীয় নেতা রতন দাস জানান, “সিপিআইএম বরাবরই জনগণের স্বার্থে, জনগণের অর্থে আন্দোলন চালিয়ে আসছে। এই সংগ্রাম তহবিলের মাধ্যমে সাধারণ মানুষের দাবিদাওয়া আদায়ের লড়াই আরও জোরদার করা হবে।” তিনি আরও জানান, আজকের কর্মসূচির আওতায় মেলারমাঠ থেকে শুরু করে কামান চৌমুহনী পর্যন্ত দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়।