×

সব বাঁধা বিপত্তি কাটিয়ে সাফল্য সুমনের

ডক্টর সুমন পাল

সব বাঁধা বিপত্তি কাটিয়ে সাফল্য সুমনের

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১৭ আগস্ট

যত বাধা-বিপত্তিই আসুক না কেন ইচ্ছা শক্তির কাছে যেন সবই হার মানায়। প্রকৃত সদিচ্ছা থাকলে লক্ষ্যে পৌঁছানুকে কেউ ঠেকাতে পারে না। ঠিক তেমনি সুমন পাল নামে এক যুবক তার পারিবারিক অভাব অনটন থাকা সত্ত্বেও নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। ডক্টর সুমন পাল, বাবা ধনঞ্জয় পাল এবং মা সীতা পাল, বাড়ি অমরপুর বামপুর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে। ডক্টর সুমন পাল জানিয়েছেন উনার বাবা একজন দিনমজুর। নুন আনতে পান্তা ফুরায় বাবা ধনঞ্জয় পালের। সারা বছরই সংসারে অভাব অনটন লেগে থাকে। ডঃ সুমন পাল ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল পড়াশোনা করে পরিবার এবং এলাকার সুনাম অর্জন করবে। ডক্টর সুমন পাল বামপুর উচ্চ বিদ্যালয় প্রথম শিক্ষাজীবন শুরু করে, পরে উদয়পুর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন কলেজ এবং তারপর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। গত ২০১৮ সালে উদ্ভিদবিদ্যা বিষয়ের উপর মাস্টার ডিগ্রি লাভ করে স্বর্ণপদক পান তিনি। এরপর পরাগায়নের উপর শহরীকরণ এর প্রভাব এর উপর গবেষণা শুরু করে। মাত্র গত কিছুদিন আগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। ওনার এই সাফল্যে উনার পরিবার যেমন খুশি পাশাপাশি উনার এলাকাবাসীরাও খুশি। ডক্টর সুমন পাল জানিয়েছেন উনার এই সফলতার পেছনে উনার মা-বাবা এবং শিক্ষক প্রফেসর বাদল কুমার দত্তের বিশেষ অবদান রয়েছে। তিনি আরো জানিয়েছেন রাজ্যে পিএইচডি ডিগ্রি অনেকেই লাভ করেছেন কিন্তু তিনি এই ডিগ্রি লাভ করতে গিয়ে অনেক অভাব অনটন, বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে উনার গবেষণাকে আরো এগিয়ে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

Post Comment