
শ্রাবণ মাস মানেই ভক্তদের কাছে এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতির সময়। আজ, শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে রাজ্যের বিভিন্ন শিবমন্দিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। শিবভক্তরা ‘বাবা’কে তুষ্ট করতে ভোরবেলাতেই লাইন দেন মন্দির চত্বরে। অনেকেই মাথায় করে বহন করেন দুধ, জল, বেলপাতা, ধুতরো ও আকন্দের মালা—সব মিলিয়ে শিবপূজার এক আধ্যাত্মিক পরিবেশ।শাস্ত্রমতে, শ্রাবণ মাস শিবের অতি প্রিয়। এই মাসে বিশেষত সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত। ভক্তরা বিশ্বাস করেন, এই বিশেষ দিনে শিবলিঙ্গে জল, দুধ ও ফলমূল নিবেদন করলে পারিবারিক শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।আজকের দিনে বহু মানুষ ব্রত পালন করছেন শিবের কৃপা লাভের আশায়। মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ছিল ধর্মীয় ভক্তি ও আনুষ্ঠানিকতার এক স্নিগ্ধ ছোঁয়া। ঘণ্টাধ্বনি, ধূপধুনোর গন্ধে মুখরিত হয় মন্দির এলাকা।শ্রাবণের এই পুণ্য সোমবারে শিবভক্তদের এই মহোৎসব যেন শিবচরণের প্রতি তাঁদের অগাধ আস্থার প্রতিচ্ছবি।