
রবিবার রাতে শালবাগান এলাকায় ঘটে গেলো এক রক্তাক্ত কাণ্ড। স্থানীয় সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার অন্তর্গত এই এলাকায় রানদা নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করা হয় চারজনকে। বর্তমানে তারা শিলচরের গৌহাটি বেসড জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে রাত আনুমানিক সাড়ে ৯টার সময়। অভিযোগ, মনা দেবনাথ ওরফে ‘মনা ডন’ এবং খোকন দাস নামে দুই ব্যক্তি বাপন দেবনাথ ও সন্দ্বীপ মুখার্জীর উপর আচমকা আক্রমণ চালান। রানদা দিয়ে একাধিকবার কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। ঘটনার পরে পালানোর চেষ্টা করলে স্থানীয় মানুষ অভিযুক্তদের ধরে ফেলে এবং উত্তম-মধ্যম দেয়। পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল রাতেই এবং সোমবার সকালে মারা যান। পেট্রোলের দাম নিয়ে এই হামলা সংঘটিত হয়েছে বলে খবর।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল জানান, “ঘটনার তদন্ত চলছে। এলাকায় বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।” তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত খোকন দাস অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। জানা গেছে, একসময় তিনি নিজের ভাই ও ভ্রাতৃবধূকে রানদা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে জেল খেটেছিলেন।
এই মর্মান্তিক ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে।