
পুলিশের তৎপরতায় ফের বড়সড় মাদক চক্রের হদিস মিলল। লেফুঙ্গা থানার অধীনস্থ মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) কার্যালয়ের সামনে নিয়মিত চেকিংয়ের সময় সিমনা থেকে আগরতলাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। অভিযানে আটক করা হয়েছে দুই মহিলাকে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে টিআর-০১-সি-১৩০৬ নম্বরের বাসটি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাশি চালানো হয়। তখনই বাসের ভিতরে দুই মহিলার সঙ্গে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।ঘটনা সম্পর্কে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদমাধ্যমকে জানান, ধৃত দুই মহিলা আসাম থেকে এসেছে বলে দাবি করেছে। তারা আরও জানায়, তারা গতকাল রেলে ত্রিপুরায় প্রবেশ করে এবং এদিন সকালে মোহনপুর এলাকায় গিয়ে শনিতলা অঞ্চলের এক যুবকের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে। সেখান থেকে যাওয়ার পথে পুলিশ তাদের আটক করে।তবে পুলিশ জানায়, মহিলাদের কাছ থেকে যে আধার কার্ড পাওয়া গেছে, তা প্রাথমিক তদন্তে জাল বলে সন্দেহ করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই ঘটনা মাদক পাচারের একটি বড় নেটওয়ার্কের অংশ হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।