
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১১ বছরের জনকল্যাণমূলক কার্যাবলিকে সামনে রেখে রাজ্যজুড়ে জনসংযোগ অভিযানে নেমেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ প্রতাপগড় মন্ডলের ৪২ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর বুথ এলাকায় এক জনসংযোগ কর্মসূচি পালিত হয়।এই কর্মসূচিতে অংশ নেন বিজেপির সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। তারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে মোদির শাসনামলে সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গত ১১ বছরে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের যে ধারা তৈরি হয়েছে, তারই তথ্যভিত্তিক বিবরণ নিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। এদিন এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে এই লিফলেট তুলে দেন দলের কর্মীরা এবং প্রকল্পসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।কর্মসূচিতে মন্ডলের একাধিক বিজেপি কর্মী ও স্থানীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চলবে, যাতে সরকারের সাফল্য পৌঁছে যায় ঘরে ঘরে।