প্রকাশ্যে দিবালোকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার মুম্বইয়ের পোয়াইয়ের আরএ স্টুডিও থেকে উদ্ধার করা হয়েছে একাধিক শিশুকে। অভিযোগ, রোহিত আর্য নামে এক ব্যক্তি প্রায় ১৫ থেকে ২০ জন শিশুকে ওই স্টুডিওর ভেতরে বন্দি করে রেখেছিলেন।সূত্র অনুযায়ী, গত কয়েক দিন ধরে স্টুডিওতে শিশুদের অডিশন চলছিল। প্রায় ১০০ জন শিশু সেখানে অংশ নেয়। কিন্তু অডিশনের আড়ালে ঘটছিল ভয়াবহ কাণ্ড—৮০ জন শিশুকে ফেরত পাঠানো হলেও, বাকিদের একটি ঘরে আটকে রাখেন রোহিত।স্থানীয়রা জানালা দিয়ে শিশুদের আতঙ্কিত মুখ দেখতে পান, এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। মুহূর্তেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। বাইরে তখন জড়ো হন চিন্তিত অভিভাবকরা—চোখেমুখে আতঙ্ক ও উদ্বেগের ছাপ স্পষ্ট
অল্প সময়ের মধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়। সতর্কতার সঙ্গে কাজ করে সমস্ত শিশুদের নিরাপদে উদ্ধার করে মুম্বই পুলিশ। অভিযুক্ত রোহিত আর্যকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে, তিনি মানসিকভাবে অস্থির হতে পারেন।পুলিশ এখন জানতে চেষ্টা করছে, এই ঘটনার পেছনে তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল—শুধু মানসিক ভারসাম্যহীনতা, নাকি এর পেছনে আরও কোনো চক্রান্ত লুকিয়ে আছে।
পুলিশের বক্তব্য সকল শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে জেরা করা হচ্ছে, এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে,” জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
আরএ স্টুডিও এলাকা এখন পুলিশ ঘেরাটোপে। ঘটনার পর আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসন জানিয়েছে—শিশুদের কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে তারা মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারে।