×

মাত্রমাত্র ১৫ বছর বয়সে অকালমৃত্যু কিশোরীর – আগরতলায় হৃদয়বিদারক ঘটনা, রহস্য ঘনীভূত

মাত্রমাত্র ১৫ বছর বয়সে অকালমৃত্যু কিশোরীর – আগরতলায় হৃদয়বিদারক ঘটনা, রহস্য ঘনীভূত

শহরের ৭৯ টিলা এলাকার সরকারি কোয়ার্টারে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর চারতলার একটি কোণে অচেতন অবস্থায় পাওয়া যায় ১৫ বছর বয়সী কিশোরী কাবেরী দাসকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।কাবেরী অক্সিলিয়াম গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা পলাশ দাস কর্মসূত্রে ছিলেন আমবাসায়, আর মা ছিলেন বাড়িতে। সন্ধ্যার দিকে মেয়েকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় পড়েন মা। অনেক খোঁজাখুঁজির পর, হঠাৎ পাশের দিক থেকে মেয়ের কণ্ঠস্বর শোনেন তিনি। সেখানে গিয়েই দেখতে পান কাবেরী অচেতন অবস্থায় পড়ে আছে চারতলার এক কোণে।স্থানীয়রা তৎপরতার সঙ্গে কাবেরীকে জিবিপি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।এখনো পর্যন্ত জানা যায়নি, এটি আত্মহত্যা, না কি এর পেছনে রয়েছে কোনও অপরাধমূলক কারণ। পরিবার, বিশেষ করে কাবেরীর বাবা, হতবাক এই ঘটনায়। তিনি জানান, “কাবেরী খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল, পড়াশোনায় মনোযোগী। কোনও সমস্যা বা মানসিক অস্থিরতার ইঙ্গিতও পাইনি।”স্থানীয় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কাবেরীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।এদিকে, কিশোরীর এমন রহস্যজনক মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Previous post

ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ত্রিশক্তির উপস্থিতি: পুতিন জানালেন রাশিয়ার নিরপেক্ষতার কারণ

Next post

নেশামুক্ত ত্রিপুরার পথে আরও এক ধাপ – আন্তর্জাতিক ড্রাগস বিরোধী দিবসে মুখ্যমন্ত্রীর বার্তা

Post Comment

You May Have Missed